মায়ের দোয়া টিম হয়ে গেছি, তাই দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছি: সাকিব

মায়ের দোয়া টিম হয়ে গেছি, তাই দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছি: সাকিব

অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়শই কটাক্ষ করে বাংলাদেশকে 'মায়ের দোয়া ক্রিকেট টিম' নামে ডাকা হয়। বিষয়টি সম্পর্কে যে খোদ ক্রিকেটাররাও অবগত, তা এবার বোঝা গেল দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের কথায়।  

টি২০ বিশ্বকাপ খেলতে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে আছে বাংলাদেশ দল। বুধবার ম্যাচ ভেন্যু ডালাসের গ্র্যান্ড পেইরিতে অনুশীলনও করেছে টাইগাররা।

সেখানেই অনুশীলন শেষে ড্রেসিংরুমে ফিরে যাওয়ার পথে সাকিব সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তোলেন, মায়ের দোয়া প্রসঙ্গ। সাকিব বলছিলেন, ‘আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি, দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছি!’

বাংলাদেশ দলের ক্রিকেটারদের দোয়া চাওয়ার ঘটনা অহরহই ঘটে। তবে এক ইন্টারভিউতে শেখ মেহেদীর বারবার দোয়া চাওয়ার বিষয়টি বেশ ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর থেকেই আরও বেশি পোক্ত হয়, মায়ের দোয়া টিম নামটি।

  

এদিকে, বিশ্বকাপ মিশনে নামার আগে ভক্ত-সমর্থক দোয়া ছাড়া এমনিতেও আর কিছু চাওয়ার নেই বাংলাদেশের। কেননা বেশ বেকায়দায় আছে। টপ অর্ডার ক্লিক করছে না। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের ক্ষতও দগদগে। এরমধ্যে আবার রয়েছে ইনজুরি সমস্যা।  

চোট কাটিয়ে তাসকিন আহমেদ অনুশীলনে ফিরলেও হাতে সেলাই লাগা শরীফুল এখনো মাঠের বাইরে। এছাড়া অভিজ্ঞ সাকিব নিজেও হারিয়ে খুঁজছেন নিজেকে।

উল্লেখ্য, আগামী ৮ তারিখ ভোরে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। 'ডি' গ্রুপে টাইগারদের বাকি তিন দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপাল।

news24bd.tv/SHS