আন্দোলনের নামে বিএনপি-জামায়াত লক্ষ লক্ষ গাছ কেটেছে: প্রধানমন্ত্রী

আন্দোলনের নামে বিএনপি-জামায়াত লক্ষ লক্ষ গাছ কেটেছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিবেশ প্রতিবেশ রক্ষা করা দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব। সবসময়ই দেশে প্রাকৃতিক দুর্যোগ লেগে থাকে। সেটি থেকে দেশের মানুষকে রক্ষা করাই লক্ষ্য।

বুধবার (৫ জুন) আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক আয়োজনে রাখা বক্তব্যে এসব বলেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি আরও বলেন, উপকূলের মানুষদের ঝড় জলোচ্ছ্বাসের হাত থেকে রক্ষা করতে বঙ্গবন্ধুর দেখানো পথে সাইক্লোন শেল্টার তৈরি করছে সরকার।

শেখ হাসিনা বলেন, আন্দোলনের নামে বিএনপি জামায়াত লক্ষ লক্ষ গাছ কেটে ফেলেছিলো। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে পরিবেশ, জীব-বৈচিত্র্য রক্ষায় সংবিধানে আলাদা ধারা যুক্ত করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, যেকোনো উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ রক্ষার বিষয়টি গুরুত্ব দেয়া হচ্ছে।

সুন্দরবন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। তাই সুন্দরবনকে আরও সুরক্ষিত করা হয়েছে।

news24bd.tv/FA