ভারতের নির্বাচনের ফল নিয়ে মুখ খুললো যুক্তরাষ্ট্র ও জাপান 

সামনে থেকে: জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

ভারতের নির্বাচনের ফল নিয়ে মুখ খুললো যুক্তরাষ্ট্র ও জাপান 

অনলাইন ডেস্ক

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে চূড়ান্ত ফলাফল ঘোষণা হলেও কোনো দলই এক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিভিন্ন মহলে বিভিন্নরকম গুঞ্জন উঠছে। যদিও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে থাকায় মোটামুটি বলা যাচ্ছে যে নরেন্দ্র মোদিই হতে চলেছেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী।  

এ বিষয়ে যুক্তরাষ্ট্র, জাপানসহ বিভিন্ন দেশ এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে।

ভারতের নির্বাচনের ফল প্রকাশের পর যুক্তরাষ্ট্র বলেছে, তারা দুই দেশের মধ্যে 'অব্যাহত ঘনিষ্ঠ অংশীদারিত্ব' আশা করে।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র সাংবাদিকদের জানান, সরকারি পর্যায়ে এবং জনগণের মধ্যে উভয় পর্যায়েই একটি দুর্দান্ত অংশীদারিত্ব রয়েছে। আমরা এটি অব্যাহত রাখার প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন, 'যখন আমাদের মানবাধিকার নিয়ে উদ্বেগ থাকে, যেমন আমাদের ভারত নিয়েও আছে, সেগুলো আমরা প্রকাশ্যে আনি। আমরা সেটা সরাসরি ভারত সরকারের কাছে জানাই।

আমরা এভাবেই চালিয়ে যেতে চাই। '

এদিকে মোদির জোট এনডিএ-কে বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছে জাপান।

দেশটির সরকারের মুখপাত্র বলেছেন, 'মুক্ত এবং উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য ভারত গুরুত্বপূর্ণ অংশীদার। '

উল্লেখ্য, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার গঠন করলে দেশটির কংগ্রেসের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর পর দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে টানা তিনবার ক্ষমতা গ্রহণের রেকর্ড করবেন নরেন্দ্র মোদি।

news24bd.tv/SC