রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো ২১৫টি ঘর

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো ২১৫টি ঘর।

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো ২১৫টি ঘর

অনলাইন ডেস্ক

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১৫টি ঘর এবং ১৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১ জুন) বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মাত্র এক সপ্তাহ আগেই অপর এক অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের ২০০টি ঘর পুড়ে যাওয়ার পর দ্বিতীয় বারের মতো রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগলো।

শনিবারের অগ্নিকাণ্ডটি ঘটে ১৩ নং ক্যাম্পের ডি-৩ ব্লকে, যা কাঠালতলী বাজার নামে পরিচিত।

দুপুর ১২তা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের সূচনা হয় বলে জানিয়েছেন উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম।

দুপুর ১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়, এবং বিকেল ৩টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিস, বিজিবি এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ধারণা করা হচ্ছে কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ  চক্র আগুন লাগিয়ে থাকতে পারে।

news24bd.tv/ab