পোশাক খাতে উৎসে কর কমানোর দাবি বিজিএমইএ’র

বসুন্ধরা গ্রুপ

পোশাক খাতে উৎসে কর কমানোর দাবি বিজিএমইএ’র

নিজস্ব প্রতিবেদক

পোশাক শিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখার জন্য আসন্ন বাজেটে রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে কর ১ শতাংশ হ্রাস করে পূর্বের মতো ০.৫০  শতাংশ করার দাবি জানিয়েছে গার্মেন্ট ব্যবসায়ীদের সংগঠন-বিজিএমইএ। এ খাতে কর কমিয়ে আগামী ৫ বছর পর্যন্ত কার্যকর করার দাবি জানিয়েছে তারা।  

শনিবার (১ জুন) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সংগঠনের সভাপতি এসএম মান্নান কচি এসব কথা বলেন।  

তিনি বলেন,  প্রণোদনার নগদ সহায়তার ওপর আয়কর কর্তনের হার ১০ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ করতে হবে।

সেইসঙ্গে ২০২৯ সাল পর্যন্ত ইনসেনটিভ অব্যাহত রাখা, এ খাতের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও সেবা ভ্যাটমুক্ত রাখা, অগ্নি ও নিরাপত্তা সরঞ্জাম আমদানির ওপর কর রেয়াত করার দাবি করা হয়।  

শ্রমিকদের জন্য ফুড রেশনিং বাবদ বিশেষ তহবিল বরাদ্দেরও দাবি জানান তারা।
news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক