ভারতে শেষ দফার ভোট, আলোচনার শীর্ষে মোদির ধ্যান

ধ্যানরত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতে শেষ দফার ভোট, আলোচনার শীর্ষে মোদির ধ্যান

অনলাইন ডেস্ক

ভারতে চলমান লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোটে সাত রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের  ৫৭ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে আগামী শনিবার (১ জুন)। এই শেষ পর্বের ভোটের আগে আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ধ্যান করার সিদ্ধান্ত।

গত বৃহস্পতিবার (৩০ মে) রাত থেকে দক্ষিণ ভারতের কন্যাকুমারীতে সমুদ্র মধ্যে অবস্থিত ‘বিবেকানন্দ রক’-এ গিয়ে ধ্যানপর্ব ও আরাধনা শুরু করেছেন তিনি। শনিবার (১ জুন) ভোটপর্ব শেষ হলে ধ্যানভঙ্গ হবে তার।

এদিকে মোদির এমন সিদ্ধান্তে তার বিরোধীরা জানিয়েছেন, ধ্যানের এই সিদ্ধান্ত নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। বিরোধীদের দাবি ছিল, ধ্যানমগ্ন প্রধানমন্ত্রীর ছবি ও খবর প্রচার বন্ধে কমিশন নিষেধাজ্ঞা জারি করুক। কিন্তু ইসি তা মানেনি। ফলে শুক্রবার (৩১ মে) সকাল থেকেই গণমাধ্যমে প্রচারের শীর্ষে মোদি।

প্রচারের এই তীব্রতায় শেষ পর্বের ভোটের প্রচার যেন কিছুটা গৌণ হয়ে পড়েছে মোদির এই ধ্যান সিদ্ধান্তে।

এদিকে কাল পশ্চিমবঙ্গের ৯ আসনে ভোটগ্রহণ হবে। এছাড়াও ওডিশা বিধানসভার ৪২ আসন, পাঞ্জাবের ১৩ আসনেও ভোট হবে।

প্রধানমন্ত্রী ছাড়াও শেষ পর্বের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন হিমাচল প্রদেশে অভিনেত্রী কঙ্গনা রানাউত ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, উত্তর প্রদেশে লালু যাদবের কন্যা মিশা ভারতী ও বিজেপির অভিনেতা সাংসদ রবি কিষেণ, চণ্ডীগড়ে কংগ্রেসের মণীশ তিওয়ারি এবং পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, নরেন্দ্র মোদির শেষ জনসভা ছিলো পাঞ্জাবের হোসিয়ারপুরে। বৃহস্পতিবার (৩০ মে) সেই জনসভায় ভাষণ দিয়ে তিনি সোজা চলে যান তামিলনাড়ুতে। এরপর সন্ধ্যা হলেই ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আরব সাগরের মিলনস্থলে তীর থেকে ৫০০ মিটার দূরে নির্মিত বিবেকানন্দ স্মৃতিসৌধে যান। ১৮৯২ সালে এই সৌধের ‘ধ্যানমণ্ডপ’ নামক স্থানে স্বামী বিবেকানন্দ ধ্যানে বসেছিলেন।

news24bd.tv/SC