দেশকে বিপথে নেয়ার চেষ্টা করছে অনেকে, সফল হবে না: প্রধানমন্ত্রী

দেশকে বিপথে নেয়ার চেষ্টা করছে অনেকে, সফল হবে না: প্রধানমন্ত্রী

জয়দেব দাশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ার চেষ্টা করছে আওয়ামী লীগ। অনেকেই চেষ্টা করছে বাংলাদেশকে ভিন্ন পথে নিতে। কিন্তু তারা সফল হবে না। শনিবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন বৌদ্ধ সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে ২০ বছর অশান্ত পরিবেশের কারণে ৬৪ হাজার মানুষকে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে হয়েছিল। সরকার চায় পাহাড়ে শান্তির পরিবেশ বিরাজ করুক। তাই সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।  

প্রধানমন্ত্রী আরও বলেন,৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশকে ধর্মীয় রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছিল খুনিরা।

ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে বাংলাদেশকে বিপথে নেয়ার চেষ্টা করেছিল ৭৫ এর খুনিরা।  

বাংলাদেশের মানুষের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে তা বিশ্বের আর কোথাও নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ধর্মনিরপেক্ষতাকে ধর্মহীনতার ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে একটি গোষ্ঠী।

পার্বত্য এলাকার পাশাপাশি সমতলীয় বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের জন্য সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন,গৌতম বুদ্ধের জন্মস্থান নেপালে বাংলাদেশ একটি বৌদ্ধবিহার করার সিদ্ধান্ত নিয়েছে।

news24bd.tv/TR