বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ করলো মালদ্বীপ

বাংলাদেশ থেকে নিম্ন দক্ষতার শ্রমিক নেয়ার প্রক্রিয়া বন্ধ করেছে মালদ্বীপ।

বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ করলো মালদ্বীপ

অনলাইন ডেস্ক

বাংলাদেশ থেকে নিম্ন দক্ষতার শ্রমিক নেয়ার প্রক্রিয়া বন্ধ করেছে মালদ্বীপ। বাংলাদেশি মধ্যস্ততাকারী এবং এজেন্সিগুলোর যোগসাজসে মালদ্বীপের কিছু প্রতিষ্ঠানের ভুয়া কাগজপত্র দাখিলের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

এক মাস আগে শুরু হওয়া এই নিষেধাজ্ঞার খবরটি নিশ্চিত করেছেন মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফাতিমা রিফাত। এ বিষয়ে বর্তমানে তদন্ত চলমান রয়েছে।

মালদ্বীপের এই সিদ্ধান্তের ব্যাপারে দেশটিতে নিযুক্ত বাংলাদেশি দূতাবাস জানায়, দেশটির শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের কোটা পূরণ হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

সম্প্রতি অবৈধ অভিবাসন মালদ্বীপের জন্য মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিবাসনকে বোইধ করার জন্য মালদ্বীপ সরকার কুরাঙ্গি নামক কার্যক্রমের মাধ্যমে ৭০০ অভিবাসীর কাছ থেকে বায়োমেট্রিক তথ্য নিয়েছে।

এর আগেও ২০২৩ সালে বাংলাদেশি শ্রমিকদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি।

news24bd.tv/ab