বাড্ডায় কারখানা থেকে ৬৫ হাতবোমা উদ্ধার, তিনজন আটক

সংগৃহীত ছবি

বাড্ডায় কারখানা থেকে ৬৫ হাতবোমা উদ্ধার, তিনজন আটক

অনলাইন ডেস্ক

রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়ির ভেতরে হাতবোমা তৈরির আস্তানায় অভিযান চালিয়ে ৬৫টি হাতবোমা উদ্ধার করেছে র‍্যাব। এ সময় ঘটনাস্থল থেকে তিনজন আটক করা হয়েছে।

বুধবার (২২ মে) রাত ১০টার দিকে সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ এর পরিচালক লে. কর্নেল মো. ফিরোজ কবীর এ তথ্য দিয়েছেন।

তিনি জানান, পূর্ব-বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ হাতবোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযানে যায় র‌্যাব-৩।

পরে বাড়িটি ঘিরে রাখা হয়। এ ঘটনাস্থলে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছায়। এরপর তল্লাশি চালিয়ে ৬৫টি হাতবোমা উদ্ধার করেছে র‍্যাব।

র‌্যাব পরিচালক আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন এর আগেও বোমা তৈরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিল।

র‌্যাবের ধারণা, চলমান উপজেলা নির্বাচনে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যেই বোমাগুলো তৈরি হচ্ছিল এ কারখানায়। ঘটনার তদন্ত চলছে।

news24bd.tv/DHL