যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন ৪ জুলাই

আগামী ৪ জুলাই যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন ৪ জুলাই

অনলাইন ডেস্ক

আগামী ৪ জুলাই যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক বুধবার (২২ মে) এই ঘোষণা দেন। ধারণা করা হচ্ছে আসন্ন নির্বাচনে বিরোধী দল লেবার পার্টির কাছে বিশাল ব্যবধানে হারবে কনজারভেটিভরা। খবর আল জাজিরার।

গত কয়েক মাস ধরে চলা অনুমানের অবসান ঘটিয়ে আকাঙ্খিত সময়ের আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করার কথা জানিয়ে ঋষি বলেন, যুক্তরাজ্যের জন্য এখনই নিজের ভবিষ্যত নির্ধারণের সময়।

নিজের দলের অনেকের কাছ থেকেই দূরে সরে গেছেন ঋষি। অল্প কয়েকজন উপদেষ্টার ওপর ভর করে আছেন তিনি। মাত্র দুই বছরেরও কম সময় আগে নির্বাচিত হওয়া ঋষি আসলে কি চান সেটি প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন, এবং তার সফলতাগুলো প্রশংসিত না হওয়ায় ক্রমশ হতাশ হয়ে পড়েছেন।

উভয় দলই নির্বাচনী প্রচারণা শুরু করেছে এবং অর্থনীতি ও প্রতিরক্ষার ক্ষেত্রে একে অপরকে নিন্দা করতে শুরু করেছে।

প্রতি পাঁচ বছর পর পর ব্রিটেনে নির্বাচন হয়। নির্বাচন কবে হবে সেটি প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করে।

news24bd.tv/ab