পাঁচ নারীকে হারালেন তৃতীয় লিঙ্গের মুন্নি

তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার

পাঁচ নারীকে হারালেন তৃতীয় লিঙ্গের মুন্নি

অনলাইন ডেস্ক

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ নারী প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার।  

এছাড়া উপজেলার পরিষদের চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।

মঙ্গলবার (২১ মে) ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে জামালপুরের তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার সেলাই মেশিন প্রতীকে ২৩ হাজার ৭৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. মাজেদা কলস প্রতীকে পেয়েছেন ২১ হাজার ১৮৪ ভোট।

বুধবার (২২ মে) দুপুরে সাংবাদিকদের মুন্নি জানান, দেওয়ানগঞ্জের জনগণ আমাকে ভালোবেসে বিজয়ী করেছেন। যেহেতু আমার কোনো পিছুটান নেই, তাই মন দিয়ে জনগণের জন্য কাজ করে যাব। সকলের সহযোগিতার জন্য ভোটারসহ সবাইকে কৃতজ্ঞতা জানান মুন্নি।

এ উপজেলায় ৫ জন চেয়ারম্যান, ৬ মহিলা ও ১২ জন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসারের তথ্য মতে, এই উপজেলায় ৩৮.১৫ শতাংশ ভোট পড়েছে।

news24bd.tv/কেআই

এই রকম আরও টপিক