হারের পর ‘বাঁচতে’ যাদের ওপর দোষ চাপালেন শান্ত 

হারের পর ‘বাঁচতে’ যাদের ওপর দোষ চাপালেন শান্ত 

অনলাইন ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টি২০ সিরিজ জিতলেও প্রত্যাশা মেটাতে পারেননি বাংলাদেশি ব্যাটাররা। সিরিজজুড়েই ভুগেছেন লিটন-শান্তরা। তবে বোলারদের কারণে সে যাত্রায় রক্ষে টাইগারদের। এবার অবশ্য সেটাও হলো না।

দুর্বল যুক্তরাষ্ট্রের কাছেও হেরেছে বাংলাদেশ। গতকাল সিরিজের প্রথম টি২০ ম্যাচে সফরকারীদের ৫ উইকেটে হারিয়েছে মার্কিনীরা।  

এমন লজ্জার হারের পর কোনো ব্যাখ্যাই ধোপে টেকার মতো না। তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হারের দায়টা এবার চাপালেন উইকেটের ওপর।

এছাড়া ব্যাটিং-বোলিং ব্যর্থতাকেও সামনে এনেছেন তিনি।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেছেন, ‘আমি এটাকে ভুলের পুনরাবৃত্তি মনে করি না। আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি। তবে এটা মানসিক ব্যাপার। আশা করি ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে পারবে। ’

ব্যাটারদের দোষ টেনে শান্তর আক্ষেপ কিছু রান কম হওয়ার, ‘আমরা ভালো ব্যাটিং করিনি। আমরা প্রথম দুই ওভারে ভালো শুরু করেছিলাম। কিন্তু মাঝে উইকেট হারিয়েছি। আমরা আরও ২০ রান বেশি করতে পারতাম। তাহলে ম্যাচটা অন্যরকম হতে পারত। ’

হারের আরেকটা কারণ হিসেবে পেসারদের ডেথ ওভারের বোলিংয়ের কথাও উল্লেখ করেছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘সব স্পিনাররা ভালো বোলিং করেছে। আমাদের পেসাররা শেষ দুই-তিন ওভারে পরিকল্পনা মতো বোলিং করেনি। আশা করি পরের ম্যাচে ওরা ভালো করবে। ’

news24bd.tv/SHS