ঠাকুরগাঁওয়ে প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন। ইতোমধ্যে প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আখতারুল ইসলামের মোটরসাইকেল মার্কার নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে।

আজ সোমবার (২০ মে) দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ভাবনাগঞ্জ বাজারে ঘটনাটি ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

হামলার বিষয়ে চেয়ারম্যান প্রার্থী আখতারুল ইসলাম অভিযোগ করে বলেন, সকালে নেতাকর্মীরা অফিস রেখে ভোট চাওয়ার জন্য গ্রামে যায়। এ সুযোগে ঘোড়ামার্কার প্রার্থী রেজওয়ানুল হক বিপ্লবের উসকানিতে কোষা মন্ডলপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে জাহাঙ্গীরসহ কয়েকজন মোটরসাইকেল মার্কার অফিস ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলে পালিয়ে যায়।

এদিকে, অভিযোগের কথা অস্বীকার করেছেন ঘোড়া মার্কার প্রার্থী রেজওয়ানুল হক বিপ্লব।

তিন বলেন, অফিস ভাংচুরের ঘটনার সঙ্গে তার নিজের বা তার কোনো কর্মী সমর্থকের সংশ্লিষ্টতা নেই।

উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম বলেন, অফিস ভাঙচুরের ঘটনার বিষয়ে শুনেছি, এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে সেখানে পুলিশ মোতায়ন আছে। অভিযুক্ত কাউকে পেলে গ্রেপ্তার করা হবে।

news24bd.tv/SHS  

এই রকম আরও টপিক