যুদ্ধাপরাধীদের সুবিধা দিতে কনডেম সেল ইস্যু হতে পারে: অ্যাটর্নি জেনারেল

ফাইল ছবি

যুদ্ধাপরাধীদের সুবিধা দিতে কনডেম সেল ইস্যু হতে পারে: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক

মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত আসামিকে কনডেম সেলে রাখা যাবে না বলে হাইকোর্টের দেয়া রায় ২৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। বুধবার দুপুরে চেম্বার আদালতের বিচারপতি ইনায়েতুর রহিম এই স্থগিতাদেশ দেন।

শুনানিতে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন আদালতকে বলেন এই রায়ের ফলে কারাগারগুলোতে বিশৃঙ্খলা শুরু হয়েছে। অনেক মৃত্যুদণ্ডের আসামি কনডেম সেল থেকে দ্রুত বের হতে তোড়জোড় শুরু করেছে।

এছাড়া এ ধরনের বিষয়ে আদালত রিট করার পেছনে ভিন্ন উদ্দেশ্য থাকতে পরে বলে আদালতে তুলে ধরেন তিনি। পরে নিজ কার্যালয়ে এক ব্যাখ্যায় অ্যাটর্নি জেনারেল বলেন, তার ধারণা মানবতা বিরোধী অপরাধীদের অনেকে মৃত্যুদণ্ডের কনডেম সেলে থাকায় তাদের সুবিধার জন্য এবিষয়ে আদালতে রিট করা হতে পারে।

এদিকে রিটকারীদের আইনজীবী শিশির মনির জানান, স্থগিতাদেশের পলে ২৫ আগস্ট পর্যন্ত হাইকোর্টের রায়ের কোনো কার্যকারিতা নেই। তাছাড়া লিখিত রায় বের না হওয়া পর্যন্ত রায়ের আদেশ এবং পর্যবেক্ষণ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে না।

news24bd.tv/FA