প্রথম দিনেই কানে দ্যুতি ছড়ালেন ভাবনা

প্রথম দিনেই কানে দ্যুতি ছড়ালেন ভাবনা

অনলাইন ডেস্ক

মঙ্গলবার পর্দা উঠেছে চলচ্চিত্রজগতের সম্মানজনক আসর কান চলচ্চিত্র উৎসবের। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো হাজির হলেন বাংলাদেশি অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

জানা গেছে, নিজের আগ্রহ থেকে কান চলচ্চিত্র উৎসবের অভিজ্ঞতা সরাসরি নিতে উৎসবে যান ভাবনা। বাংলাদেশ সময় ১২ মে দিবাগত রাতে ভাবনা কান চলচ্চিত্র উৎসব আয়োজনে অংশ নিতে সেখানে পৌঁছান।

পৌঁছেই ফেসবুক পোস্টে ভাবনা লিখেছেন, ‘ফ্রম পুরান ঢাকা টু ফেস্টিভ্যাল ডি কান। ’ সেই সঙ্গে কয়েকটি ছবিও পোস্ট করেন এই অভিনেত্রী। ছবিগুলোতে বেশ ঝলমলে দেখাচ্ছে অভিনেত্রীকে।  

মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যায় গণমাধ্যমে ভাবনা বলেন, উৎসবের প্রথম দিন সাল দেবুসি মিলনায়তনে ‘নেপোলিয়ন’ ছবিটি দেখেছি।

সত্যিই দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে। প্রথম দিন সব মিলিয়ে দারুণ কেটেছে।

ভাবনার মতে, এমন মিলনায়তনে ছবি উপভোগ করাটা স্বপ্নের মতো। কোনো দিন ভাবেননি, কান চলচ্চিত্র উৎসবের মতো এত বড় আসরে যাওয়া হবে। সেখানে এবার গেলেন এবং ছবিও উপভোগ করছেন বিশ্বের বিভিন্ন দেশের ছবিপ্রেমীদের সঙ্গে।

মঙ্গলবার (১৪ মে) ফ্রান্সের দক্ষিণাঞ্চলের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে শুরু হয়েছে মর্যাদাপূর্ণ ৭৭তম কান চলচ্চিত্র উৎসব। এ উপলক্ষে কান শহরে জড়ো হচ্ছেন বিশ্বের বড় বড় চলচ্চিত্র তারকারা।

এবারের উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে ২২টি চলচ্চিত্র। স্বর্ণপামের দৌড়ে আছে ‘হেভিওয়েট’ নির্মাতাদের নানান সিনেমা। আগামী ২৫ মে পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামবে কান উৎসবের।  

news24bd.tv/TR