চট্টগ্রাম বন্দরের পথে জিম্মিদশা থেকে মুক্ত ২৩ নাবিক

বন্দীদশা থেকে মুক্ত ২৩ বাংলাদেশি নাবিক।

চট্টগ্রাম বন্দরের পথে জিম্মিদশা থেকে মুক্ত ২৩ নাবিক

অনলাইন ডেস্ক

শিগগিরই চট্টগ্রাম বন্দরে পৌঁছাবেন সোমালিয়ার জলদস্যুদের বন্দীদশা থেকে মুক্ত ২৩ বাংলাদেশি নাবিক। এমভি জাহান মণি নামে একটি লাইটার জাহাজ তাদেরকে নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে মঙ্গলবার (১৪ মে) সকালে জানা গেছে।

এর আগে সোমবার (১৩ মে) বিকেলে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে এসে পৌঁছায় বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। আর মঙ্গলবার সকালে জাহাজটি সদরঘাট জেটিতে অবতরণ করে।

সেখান থেকেই নাবিকদের নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওয়ানা হয়েছে এমভি জাহান মণি।

গত ১২ মার্চ ২৩ নাবিকসহ জাহাজটি সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হয়। ৩২ দিন জিম্মি থাকার পর মুক্তিপণের বিনিময়ে ১৪ এপ্রিল জাহাজটি মুক্ত করে দেয় জলদস্যুরা। এরপর আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পণ্য খালাস করে জাহাজটি আরেকটি বন্দরে নতুন পণ্য বোঝাই করে।

সেখান থেকে রওনা দেয়ার পর গত শনিবার জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে।

news24bd.tv/ab