নতুন আতঙ্ক ‘কানকাটা’ গ্রুপ

নতুন আতঙ্ক ‘কানকাটা’ গ্রুপ

মাসুদা লাবনী

একটি সন্তাসী গ্রুপের নাম ‘কানকাটা’। কেননা এই গ্রুপের সদস্যরা যাদের ওপর হামলা করে তাদের প্রত্যেকের কান কেটে দেয়। এজন্যই তাদের গ্রুপের নাম ‘কানকাটা’ গ্রুপ। এই গ্রুপের দৌরাত্ম্য চলছে রাজধানীর পল্লবীতে।

তিন সদস্যকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, মূলত রাজনৈতিক নেতার ছত্রছায়ায় এসব গ্রুপের জন্ম। আর যেকোনো অপরাধ করতে ভাড়ায় ব্যবহার করা হয় তাদের।

রাজধানীর পল্লবীতে নতুন আতঙ্ক ‘কানকাটা’ গ্রুপ। এই গ্রুপের সদস্যরা ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধে যুক্ত।

পাশাপাশি জমি দখলে ভাড়ায় সন্তাসী হিসেবে কাজ করে তারা। এই গ্রুপের ৮ থেকে ১০ জন সদস্য। বর্তমানে বাসিন্দার সবচেয়ে বড় আতঙ্কেরর কারণ হয়ে দাঁড়িয়েছে কানকাটা গ্রুপ ও তাদের মদতদাতারা।

সম্প্রতি বাউনিয়াবাদ এলাকায় দুইজনের কান কেটে দেয় কানকাটা গ্রুপের সদস্যরা। সামান্য দ্বন্দ্ব বা প্রতিপক্ষের হয়ে কাজ করে গ্রুপের সদস্যরা৷ এছাড়া ভাড়ায় যেকোনো অপরাধ করে।

এক ভুক্তভোগী জানান, কোনো দ্বন্দ্ব ছাড়াই তার বন্ধুকে না পেয়ে তার কান কেটে দেয় এই দলের সন্তাসীরা।

কানকাটা গ্রুপের প্রধান ডাসা শরীফ, হানিফ ও ইলিয়াসকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার জসীম উদ্দিন  মোল্লা জানান, আলোচিন শাহীন হত্যা মামলার আসামি ডাসা শরীফ। এছাড়া বিভিন্ন সদস্যের নামে একাধিক মামলা রয়েছে।

পুলিশ বলছে, এই গ্রুপের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক