‘বউয়ের জ্বালা’য় বিরক্তি প্রকাশ মোশাররফ করিমের 

মোশাররফ করিম

‘বউয়ের জ্বালা’য় বিরক্তি প্রকাশ মোশাররফ করিমের 

অনলাইন ডেস্ক

নাটকের নাম ছিল ‘বিরসকাব্য’। তা বদলে রাখা হলো ‘বউয়ের জ্বালা’! নাটকের এই উদ্ভট নাম পরিবর্তনে বিরক্তি প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম। তিনি বলেন, ‘নাটকের এই উদ্ভট নাম দেওয়ার টেলিভিশন চ্যানেল থেকে মুখ ফিরিয়েছেন বড় অংশের দর্শকরা। ’ একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

 

সাক্ষাৎকারে মোশারফ করিম জানান, কিছুদিন আগে তিনি একটি নাটকের শুটিং করেন। সেই সময়ে ওই নাটকের নাম ছিল ‘বিরসকাব্য’। কিন্তু যখন প্রচারিত হয় তখন সেই নাটকের নাম হয়ে যায় ‘বউয়ের জ্বালা’।

তিনি বলেন, ‘ইদানিং বাংলা নাটকের নাম দেখে অনেকে ভিরমি খাচ্ছেন।

এ রকম নাম দেওয়ার ঘটনাগুলো আমরা ঠেকাতে পারছি না। আমরা চেষ্টা করেও ঠেকানো যায়নি। কারণ আমরা ভিউয়ের জগতে ঢুকে গিয়েছি। এটা অস্বীকার করা যাচ্ছে না। তবে সেখানে আমার একটা দায়ও আছে। ’

অভিনেতা বলেন, ‘আমার দায় হচ্ছে একটাই। সেটা হলো, আমার একটা নাটক দর্শক দেখবে। কিন্তু আমার সত্তাকে বিসর্জন দিয়ে বা উলঙ্গ হয়ে নয়। কারণ, আমি তো আসলে নিজেকে উপস্থাপন করতে চাই। ’ তাঁর মতে, ‘শিল্পীর একটা দায় আছে। নামের ক্ষেত্রে অদ্ভুত নাম কেন দেওয়া হবে, সেটা নিয়েও চিন্তাভাবনা করা জরুরি। ’ 

নামে অভ্যস্ত এর আগে ‘মাথা গরম জামাই’ নামের একটা নাটকে অভিনয় করেন মোশাররফ করিম। তিনি জানান, এটা শুনতে খারাপ লাগলেও এর মধ্যে অশ্লীল কিছু নেই। তিনি বলেন, ‘আগে যে নাটকগুলো হতো সেগুলোর নামের মধ্যে সাহিত্যের একটা ছোঁয়া ছিল। আমরা তা থেকে সরে এসেছি। ফলে, এখন যে নামগুলি দেওয়া হচ্ছে একদিন মানুষ তার সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে। ’
news24bd.tv/আইএএম