নূরজাহান মুরশিদের মৃত্যুবার্ষিকীতে বাংলা একাডেমিতে বিশেষ আয়োজন

নূরজাহান মুরশিদ।

নূরজাহান মুরশিদের মৃত্যুবার্ষিকীতে বাংলা একাডেমিতে বিশেষ আয়োজন

অনলাইন ডেস্ক

বাঙালী নারী জাগরণের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নূরজাহান মুর্শিদের ৯১তম মৃত্যুবার্ষিকী বুধবার (২২ মে) পালিত হবে। দিনটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে উত্তরসূরী নামের একটি সংগঠন।

এদিন বাংলা একাডেমিতে এক স্মারক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করবেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বিশিষ্ট ইতিহাস গবেষক হাসিবুর রহমান।

দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করবেন মুর্শিদাবাদ ইতিহাস চর্চাকেন্দ্রের সহ-সভাপতি নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি সাহিত্যিক সেলিনা হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহ্মমদ নূরুল হুদা।

কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠানটি আয়োজিত হবে।

উত্তরসূরীর মহাসচিব শারমিন মুরশিদের সঞ্চালনায় অনুষ্ঠানটি সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে।

news24bd.tv/ab