ইসরায়েলে বোমা সরবরাহ স্থগিত করলো যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

ইসরায়েলে বোমা সরবরাহ স্থগিত করলো যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

রাফাহ হামলায় উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলের জন্য বোমার চালান স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এটি সপ্তাহখানেক আগে হলেও সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছে বাইডেন প্রশাসন।

বাইডেন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে, মার্কিন প্রশাসন গত সপ্তাহে দক্ষিণ গাজার রাফা'তে স্থল অভিযানে উদ্বেগ জানিয়ে ইসরায়েলের জন্য বোমার চালান স্থগিত করেছে। তবে ওই কর্মকর্তার নাম প্রকাশ করেনি বিবিসি।

সিবিএস নিউজকে মার্কিন কর্মকর্তারা জানান, ওই চালানে উল্লেখযোগ্য পরিমাণে বোমা ছিলো। রাফায় বেসামরিক নাগরিকদের কথা চিন্তা করেই এই চালান স্থগিত করা হয়েছে। তবে এ বিষয়ে ইসরায়েল তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

প্রতিবেদনে বলা হয়, রাফাহ ঘিরে ইসরায়েলি বোমাবর্ষণ তীব্র থেকে আরও তীব্র হয়েছে।

স্থানীয় চিকিৎসকরা বলছেন, এক রাতেই একই পরিবারের সাত সদস্য নিহত হয়েছেন।

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাফাহ সীমান্ত একটি উল্লেখযোগ্য স্থান হিসেবেই বিবেচ্য। কারণ সেখানে সাহায্য পাঠানো এবং সেখান থেকে পালানোর জন্য একমাত্র সীমন্তই হলো এটি।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক