পারমাণবিক অস্ত্রের মহড়া চালাতে পুতিনের নির্দেশ

পারমাণবিক অস্ত্রের মহড়া চালাতে নির্দেশ দিয়েছেন পুতিন।

পারমাণবিক অস্ত্রের মহড়া চালাতে পুতিনের নির্দেশ

অনলাইন ডেস্ক

পারমাণবিক অস্ত্র মোতায়েনের ক্ষেত্রে রাশিয়ার সক্ষমতা যাচাই করতে মহড়া চালানোর ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার (৬ মে) প্রকাশিত এক বিবৃতিতে এই মহড়া অদূর ভবিষ্যতে চালানো হবে মর্মে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে নির্দেশ এসেছে বলে জানানো হয়। খবর আরটি’র।

মন্ত্রণালয় জানায়, মহড়ায় দক্ষিণাঞ্চলের সামরিক জেলার রকেট বাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী অংশ নেবে।

মহড়ার উদ্দেশ্য হচ্ছে পারমাণবিক অস্ত্র প্রস্তুত ও মোতায়েনের সক্ষমতা যাচাই করা।  

রাশিয়ার বিরুদ্ধে কিছু পশ্চিমা রাষ্ট্রের উত্তেজক বক্তব্য ও হুমকিকে মহড়ার কারণ হিসেবে দেখানো হয়েছে। মহড়ার মধ্য দিয়ে রাশিয়ার শর্তহীন ভৌগলিক সার্বভৌমত্ব রক্ষায় সৈন্যদের প্রতিজ্ঞা পরীক্ষা করা হবে।

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে স্বল্প মাত্রার কৌশলগত অস্ত্রের মতো বেশকিছু পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার হাতে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পুতিন ও রাশিয়া সরকারের কর্মকর্তারা বারবার বলে এসেছেন যে রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে এসকল অস্ত্র ব্যবহার করা হতে পারে।

রাশিয়া পারমাণবিক যুদ্ধের ক্ষেত্র তৈরি করছে বলে অভিযোগ করে এসেছে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা রাষ্ট্র। গত মার্চে ইউক্রেন যুদ্ধে এখনও পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজনীয়তা দেখা দেয়নি বলে জানিয়েছিলেন পুতিন।

news24bd.tv/ab