পোশাক খাতে গ্রিন ট্রানজিশনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় সুইডেন

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূত ও অন্যরা

পোশাক খাতে গ্রিন ট্রানজিশনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় সুইডেন

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ও সুইডেন যৌথভাবে তৈরি পোশাক খাতে গ্রিন ট্রানজিশনের জন্য অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্ডা বার্জ ভন লিন্ডে। রোববার (৫ মে) সচিবালয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের অফিসে সৌজন্য সাক্ষাৎ করতে এসে তিনি এ কথা বলেন।  

প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সুইস রাষ্ট্রদূত পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত গ্রিন ট্রানজিশন, নবায়ণযোগ্য জ্বালানি ও সুইডেনের অবস্থান নিয়ে আলোচনাকালে বলেন, ‘প্রায় ৪০ বছর ধরে তৈরি পোশাক খাতে বাংলাদেশের সঙ্গে সুইডেন কাজ করছে।

এর মাঝে বাংলাদেশ ও সুইডেন যৌথভাবে তৈরি পোশাক খাতে গ্রিন ট্রানজিশনের জন্য অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে পারে। কীভাবে নবায়ণযোগ্য জ্বালানিতে আরও অবদান রাখা যায় সে বিষয়েও আলোচনা হয়। ’ 

স্বাক্ষাৎকালে সুইডেন দূতাবাসের পলিটিক্যাল, ড্রেড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান লভিসা হোফম্যান উপস্থিত ছিলেন।  

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘বাংলাদেশ নবায়ণযোগ্য জ্বালানির প্রসারে আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

নবায়ণযোগ্য জ্বালানি উৎস থেকে ১২০৪৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন চলমান ও প্রক্রিয়াধীন। ৩২৫৩ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চলমান এবং আরও ৭৮৬১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। ’ 

প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, ‘বায়ু বিদ্যুৎ নিয়ে আরও গবেষণা প্রয়োজন, যদিও ইতোমধ্যে উইন্ড ম্যাপিং সম্পন্ন হয়েছে। ২০৪১ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের ৪০ ভাগ হবে পরিষ্কার বিদ্যুৎ। আমাদের অন্যতম চ্যালেঞ্জ সহনীয় মূল্যে সবার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা। নবায়ণযোগ্য জ্বালানির জন্য বিপুল বিনিয়োগ প্রয়োজন। স্মার্ট গ্রিড ও সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থা আরও আধুনিক করা দরকার। সরকার চেষ্টা করছে, জাতীয় গ্রিডে নবায়ণযোগ্য জ্বালানির অংশ বাড়াতে। ’ 

news24bd.tv/আইএএম