ঝিনাইদহে তাপদাহে ১০ শিক্ষার্থী অসুস্থ

আলহেরা ইসলামী ইনস্টিটিউটে গরমে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে

ঝিনাইদহে তাপদাহে ১০ শিক্ষার্থী অসুস্থ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রচণ্ড তাপদাহে ঝিনাইদহ শহরের আলহেরা ইসলামী ইনস্টিটিউটে ৮ শিক্ষার্থী এবং কালীগঞ্জ উপজেলার দুই শিক্ষার্থীসহ মোট ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। অবস্থা বেগতিক দেখে সোমবার (২৯ এপ্রিল) বিকেল ৪টায় ছুটির নির্দেশনা থাকলেও এর আগে বেলা সাড়ে ৩টায় বিদ্যালয় দুটি ছুটি ঘোষণা করা হয়।

আলহেরা ইসলামী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক কামাল হোসেন জানান, তীব্র গরমে সোমবার দুপরের দিকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড়াদৗড়ি শুরু করে। এরপর ষষ্ঠ শ্রেণির একজন, সপ্তম শ্রেণির দুইজন, 
অষ্টম শ্রেণির দুইজন ও দশম শ্রেণির তিনজন অসুস্থ হয়ে পড়ে।

ওই সময় শিক্ষার্থীদের সহপাঠীরা ও বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের মাথায় পানি দেওয়া শুরু করে। এরপর তাদের হাসাপাতালে নিয়ে যাওয়ার পথে অভিভাবকেরা অসুস্থ শিক্ষার্থীদের বাসায় নিয়ে যায়।  

অন্যদিকে, ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের মাথায় পানি ঢেলে সুস্থ করেন।


news24bd.tv/আইএএম