পলিথিন ব্যাগ পুরোপুরি নির্মূল করতে হবে: নানক

জাহাঙ্গীর কবির নানক

পলিথিন ব্যাগ পুরোপুরি নির্মূল করতে হবে: নানক

অনলাইন ডেস্ক

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, পলিথিন ব্যাগ পুরোপুরি নির্মূল করতে হবে। গায়ের জোরে এটা করতে গেলে মিশ্র প্রতিক্রিয়া হবে। তাই এর বিকল্প খুঁজে বের করতে হবে আগে।  

বুধবার (২৪ এপ্রিল) সকালে রাজধানীর ঢাকা ক্লাবে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ)- এর ৪০তম বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।

 

জাহাঙ্গীর কবির নানক জানান, সবশেষ ডিসি সম্মেলন থেকে দেশের চাল কলগুলোতে ৫০ কেজি পরিমাণের চাল বহনে প্লাস্টিক ব্যাগের বদলে চটের বস্তা অবিলম্বে ব্যবহার নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।  

মন্ত্রী বলেন, তৈরি পোশাক খাতের মতো পাটখাতকেও সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়। সে লক্ষ্যে ১০ হাজার কোটি টাকার উন্নয়ন তহবিল গঠনসহ বেশ কিছু সহায়তা বিষয়ক পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে।  

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সমস্যায় নিমজ্জিত মন্তব্য করে নানক বলেন, পাট গবেষণা কেন্দ্র কৃষি মন্ত্রণালয়ের অধীনে।

আবার তৈরি পোশাক খাত বস্ত্র অধিদপ্তরের নয়, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। এভাবেই জট লেগে আছে।
news24bd.tv/আইএএম