ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল

ফাইল ছবি

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল

অনলাইন ডেস্ক

ইরানের একটি স্থানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজের বরাতে এ খবর দিয়েছে আল জাজিরা। ইসরায়েলের স্থানীয় সময় শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে এ হামলা চালানো হয় বলে এবিসি নিউজকে জানিয়েছেন সিনিয়র একজন মার্কিন কর্মকর্তা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির ইসফাহান শহরে বিস্ফোরণের খবর দিয়েছে।

হামলার পর ইরানের আকাশসীমায় বেশ কয়েকটি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে।

গত শনিবার ইরান ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এর জবাব দেয়ার হুমকি দিয়েছিল নেতানিয়াহু প্রশাসন।  

যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে কড়া কোনো পদক্ষেপ না নেয়ার আহ্বান জানিয়েছিল। কিন্তু সেই আহ্বান উপেক্ষা করেই হামলা চালালো ইসরায়েলি বাহিনী।

 তবে এ হামলায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কিনা, তা এখন পর্যন্ত জানা যায়নি।  

ইরানি বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসফাহান শহরের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই শহরে ইরানের বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্র রয়েছে।  

এদিকে, ইসরায়েল পাল্টা হামলা চালালে তার কঠিন জবাব দেয়া হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সম্প্রতি সেনা দিবস উপলক্ষে আয়োজিত এক কুচকাওয়াজে বলেছেন,  আমাদের মাটিতে ইহুদিবাদী শাসকদের (ইসরায়েল) যেকোনো আক্রমণের কঠোর জবাব দেওয়া হবে।
 
ইসলামিক রিপাবলিক অব ইরান এয়ার ফোর্সের কমান্ডার একই অনুষ্ঠানে সতর্ক করে বলেছেন, রাশিয়ার তৈরি সুখোই-২৪সহ তাদের যুদ্ধবিমানগুলো ইসরায়েলি হামলা মোকাবিলা করার জন্য তাদের ‘সর্বোত্তম প্রস্তুতিমূলক অবস্থায়’ রয়েছে।  

ব্রিগেডিয়ার জেনারেল আমির ভাহেদি বলেন,  এয়ার কভারেজ এবং বোমারু বিমানসহ সব ক্ষেত্রেই আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে এবং আমরা যেকোনো অপারেশনের জন্য প্রস্তুত।
 
উল্লেখ্য, গেল ১ এপ্রিল দামেস্কে ইরানের কূটনৈতিক কম্পাউন্ডে সন্দেহভাজন ইসরায়েলি হামলার ‘প্রতিশোধ’ হিসেবে ইরান গত সপ্তাহান্তে ইসরায়েলের ওপর প্রথমবারের মতো সরাসরি হামলা চালায়। এরপর থেকেই চরম উত্তেজনা বিরাজ করছে দুপক্ষের মধ্যে। নতুন করে ইসরায়েলের হামলা আগুনে ঘি ঢাললো বলেই মনে করছেন বিশ্লেষকরা।  

সূত্র: আল জাজিরা
news24bd.tv/aa