‘৩৫ হাজার টাকার মালা’ নিয়ে যা বললেন ফখরুল

ফখরুলের গলায় টাকার মালা

‘৩৫ হাজার টাকার মালা’ নিয়ে যা বললেন ফখরুল

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নির্বাচনী প্রচারণাকালে টাকার মালা পরানোর ঘটনায় যে সমালোচনা হয়েছে তার জবাব দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর।

বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলন, এটি ঠাকুরগাঁও এলাকার মানুষের মধ্যে প্রচলিত একটি রীতি। নির্বাচনে তারা যাকে যোগ্য প্রার্থী বলে মনে করেন, তাকে তারা ভালবাসার নিদর্শন হিসেবে এমন টাকার মালা পরিয়ে দেন।

‘মূলত পছন্দের প্রার্থীর কাছে যদি নির্বাচনী প্রচারণা চালানোর মতো অর্থ না থাকে, তাহলে তারা নিজেদের যতটুকু সামর্থ্য আছে তার সবটা দিয়ে নিজের প্রার্থীকে সাহায্য করেন এবং তাদেরকে সমর্থন জানান।

‘ঠাকুরগাঁওয়ের মানুষ যেহেতু আমাকে তাদের উপযুক্ত প্রার্থী বলে মনে করছে, সেজন্য তারা আমার প্রচারণার জন্য খুশি হয়ে টাকা দিয়ে সাহায্য করছে। এটাকে অন্যভাবে দেখার কোনো কারণ নেই। এটি স্থানীয় রীতি, যার মাধ্যমে মানুষ তাদের ভালবাসা প্রকাশ করে থাকে এবং এটা তারা প্রকাশ্যেই করে থাকে’- বলেন মির্জা ফখরুল।

গত রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে মির্জা ফখরুল ইসলাম আলমগী ধানের শীষের পক্ষে প্রচারণায় যান।

সেখানে এলাকাবসী তাকে ‘৩৫ হাজার টাকার মালা’ পরিয়ে দিয়েছিলেন।

(নিউজ টোয়েন্টিফোর/নাসিম/তৌহিদ)

সম্পর্কিত খবর