সেনাবাহিনী কোনো দলের নয়: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সেনাবাহিনী কোনো দলের নয়: কাদের

ফেনী প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশ প্রেমিক সেনাবাহিনী কোনো দলের নয়, জোটের নয়। তাদের কেউ বিতর্কিত করার চেষ্টা করবেন না।

সোমবার ফেনীর দাগণভূঞাঁ আতাতুর্ক উচ্চ বিদ্যালয় মাঠে মহাজোট মনোনীত লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর লাঙ্গল প্রতীকের সমর্থনে আয়োজিত জনসভায় একথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের আরো বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনাবাহিনী দায়িত্ব পালনে জেলায় জেলায় অবস্থান নিয়েছে।

সেনাবাহিনীকে নিয়ে উল্লাসিত ও উচ্ছ্বাসিত হচ্ছেন তাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, সেনাবাহিনী কারো পক্ষে যাবে না, তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

প্রতিপক্ষ জোটের উদ্দেশ্যে বলেন, ইসি, বিচারবিভাগ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত করেছেন। নির্বাচন কমিশন ও পুলিশ বিভাগকে প্রশ্নবিদ্ধ করেছেন।

সেনাবাহিনীকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করা থেকে বিরত থাকার আহবান জানান আওয়ামী লীগের সিনিয়র এ নেতা।

জনসভায় উপস্থিত ছিলেন- ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ জাহানারা বেগম সুরমা, প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম।

(নিউজ টোয়েন্টিফোর/রতন/তৌহিদ)
 

সম্পর্কিত খবর