দীর্ঘ ৪০ বছর পর কোপা দেল রে চ্যাম্পিয়ন বিলবাও

দীর্ঘ ৪০ বছর পর কোপা দেল রে চ্যাম্পিয়ন বিলবাও

অনলাইন ডেস্ক

অ্যাথলেটিক বিলবাও সর্বশেষ কোপা দেল রে'র শিরোপা জিতেছিলো ১৯৮৩-৮৪ মৌসুমে। এরপর দীর্ঘদিন কোপা দেল রে না জেতা বিলবাও শ্বাসরুদ্ধকর এক ম্যাচে মায়োর্কাকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা খরা ঘোচালো। টাইব্রেকারে মায়োর্কাকে ৪-২ গোলে হারিয়ে নিজেদের ২৪তম শিরোপা ঘরে তুললো ক্লাবটি।

সেভিয়ায় অনুষ্ঠিত ফাইনালে যদিও ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মায়োর্কা।

ম্যাচের ২১ মিনিটে মায়োর্কার হয়ে ডেডলক ভাঙেন দানি রদ্রিগেস। বিরতির পর গোল শোধ করেন বিলবাওকে সমতায় ফেরান ওইহান সানচেত। ম্যাচের ৫০ মিনিটে সমতায় ফেরার পর খেলা অতিরিক্ত ১২০ মিনিটে গড়ালেও ১-১ ব্যবধান অব্যাহত ছিলো। ম্যাচ টাইব্রেকারে গড়ালে জয়ের নায়ক হয়ে ওঠেন বিলবাওয়ের গোলরক্ষক আগিরেসাবালা।
টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে দেন তিনি। মায়োর্কার মানু মরলেনস ও নেমানহা রাদোনিচ তাকে ভেদ করে গোল করতে ব্যর্থ হন।

এই নিয়ে কোপা দেল রে'তে ৩১টি শিরোপা নিয়ে শীর্ষস্থান দখল করা বার্সেলোনার পরই ২৪টি শিরোপা নিয়ে দ্বিতীয় অবস্থান দখল করলো বিলবাও। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ জিতেছে ২০টি শিরোপা।

news24bd.tv/SC