মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে না পারলে উন্নয়ন ভেস্তে যাবে: সাকি

সংগৃহীত ছবি

মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে না পারলে উন্নয়ন ভেস্তে যাবে: সাকি

অনলাইন ডেস্ক

মানুষের ভোটাধিকারের কথা ভেবে এবং সকল রাজনৈতিক দলের জন্য একটি অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য সরকারকে তাগিদ দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসকে কেন্দ্র করে সাভারের জাতীয় স্মৃতিসৌধে দেশের জন্য জীবন উৎসর্গ করা সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাতে এসে এমন মতামত ব্যক্ত করেন সাকি।

তিনি বলেন দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত না করতে পারলে সরকার যে উন্নয়নের কথা বলছে সেই উন্নয়ন ভেস্তে যাবে।

জোনায়েদ সাকি উল্লেখ করেন যে বাঙালি জাতি তাদের যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করতে লড়াই করেছিলো আজ সে অধিকারই যদি কেড়ে নেওয়া হয় তাহলে তা হবে দেশ ও জাতির জন্য দুর্ভাগ্যজনক।

বাংলাদেশের মতো একটি স্বাধীন রাষ্ট্রে মুক্তিযুদ্ধের চেতনা সুপ্রতিষ্ঠিত করতে জনগণের চলমান সংগ্রামকে আরেকটি আসন্ন বিজয় হিসাবেই দেখছেন সাকি।

news24bd.tv/sc