নিরাপত্তা বাড়ানোর যে নির্দেশ দিলো বাংলাদেশ ব্যাংক

সংগৃহীত ছবি

নিরাপত্তা বাড়ানোর যে নির্দেশ দিলো বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক

আর্থিক প্রতিষ্ঠানের স্থাপনা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় আনতে বলা হয়েছে।

গতকাল মঙ্গলবার আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনায় বলা হয়, ফিন্যান্স কম্পানির স্থাপনার (প্রধান কার্যালয়, শাখা, ব্যবসাকেন্দ্র, বুথ, নিজস্ব বা ভাড়াকৃত ভবনের প্রবেশপথে, অভ্যন্তরে, স্থাপনার বাইরে চারদিকে এবং সব ধরনের আইটিরুমে প্রয়োজনীয়সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।

এছাড়া স্থাপিত বা স্থাপিতব্য সিসি ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় নিয়ে আসতে হবে। সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ যাতে প্রয়োজনে নিকটস্থ থানা বা পুলিশ পেতে পারে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ ন্যূনতম এক বছর সংরক্ষণ করতে হবে।

news24bd.tv/SHS