এস আলমের ঋণ জালিয়াতি, ফের বাংলাদেশ ব্যাংকে দুদকের চিঠি

ফাইল ছবি

এস আলমের ঋণ জালিয়াতি, ফের বাংলাদেশ ব্যাংকে দুদকের চিঠি

অনলাইন ডেস্ক

এস আলম গ্রুপের ৩ হাজার ৩০০ কোটি টাকার ঋণ জালিয়াতির বিষয়ে তথ্য না পাওয়ায় সপ্তমবারের মতো বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের (বিএফআইইউ) কাছে এ চিঠি দেয় দুদক।  

এর অআগে, ণ জালিয়াতির তথ্য জানতে ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয় দুদক। পরে দুই দফায় তাগিদপত্র দেওয়া হয়।

চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংক জানায়, ওইসব প্রতিষ্ঠানে পরিদর্শন চলমান থাকায় কার্যক্রম শেষে প্রস্তুত করা প্রতিবেদন পাঠানো হবে। সেই প্রতিবেদন না পেয়ে গত ৭ জুলাই আবারো তাগিদপত্র দেওয়া হলেও কোনো জবাব না মেলায় ১২ আগস্ট আবারও চিঠি দেওয়া হয়।

এদিকে, এস আলম গ্রুপের বিরুদ্ধে ৩৩০০ কোটি টাকা লোপাটের অভিযোগের তদন্তে নেমে দেড় বছরেও খুব একটা এগোতে পারেনি দুদক। তবে ৫ আগস্ট সরকার পতনের পর গতিশীলতা বাড়ে।

দুদক কর্মকর্তারা জানিয়েছেন, এস আলম গ্রুপ নামে বেনামে ওই ঋণ নিয়েছে ইসলামী ব্যাংক থেকে। কিন্তু এ বিষয়ে তথ্য চেয়ে দুদকের চিঠির পর চিঠিতেও সাড়া দেয়নি ইসলামী ব্যাংক কিংবা বাংলাদেশ ব্যাংক

news24bd.tv/SHS