কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

সংগৃহীত ছবি

কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান রাষ্ট্রদূত নিকোলাস লিলির সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। এ বৈঠকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও কানাডা-বাংলাদেশের নানা ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে।  

সোমবার (১৪ নভেম্বর) বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এ বৈঠকে বসেন তারা। এতে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

এর আগে গত ৮ নভেম্বর সুইডেন রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে ও নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেনের সঙ্গে বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে আমীর খসরু বলেন, ‘তাঁরা এসেছেন মূলত বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সার্বিক যে ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা—এককথায় সবকিছু মিলিয়ে আলোচনা হয়েছে।

news24bd.tv/FA