ইয়েমেনে অপহৃত বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তার ভিডিও প্রকাশ

ইয়েমেনে অপহৃত বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তার ভিডিও প্রকাশ

নাহিদ হোসেন

প্রায় সাত মাস আগে ইয়েমেনে অপহৃত বাংলাদেশি সাবেক সেনা কর্মকর্তা সুফিউল বেঁচে আছেন। সম্প্রতি আল কায়েদার ইয়েমেন শাখা প্রকাশিত এক ভিডিওতে তাকে মুক্তি পাওয়ার আকুতি জানাতে দেখা যায়। ভিডিওটি সামনে এনেছে বিশ্বব্যাপী জঙ্গিগোষ্ঠীর অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। ভিডিওর একটি কপি নিউজ টোয়েন্টিফোরের হাতে এসেছে।

তার স্বজনরাও তাকে মুক্ত করার জন্য জাতিসংঘ ও সরকারের কাছে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ভিডিও বার্তায় সুফিউল বলেছেন, খুবই দুর্দশার মধ্যে রয়েছেন। অপহরণকারীদের দাবি মেনে না নিলে তাকে মেরে ফেলা হতে পারে।

তাকে জঙ্গি সংগঠন আল–কায়েদা অপহরণ করেছে বলেও জানান তিনি।

১৯৭৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন একেএম সুফিউল আনাম। পরে কাজ শুরু করেন জাতিসংঘে। সবশেষ ইয়েমেনে জাতিসংঘের নিরাপত্তা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত ফেব্রুয়ারিতে ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে সুফিউল ও চার ইয়েমেনের নাগরিককে অপহরণ করে জঙ্গিগোষ্ঠী আল কায়েদা। তারপর থেকে আর কোনো খোঁজ মিলছিল না।

সম্প্রতি আল কায়েদার একটি ভিডিও সামনে আনে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। সেখানেই দেখা মেলে সুফিউলের। বর্ণনা দিচ্ছেন নিজের দুর্দশার, জানাচ্ছেন শারীরিক দূরাবস্থার কথা।

তবে তার স্বজনরা সেসব দাবি সম্পর্কে জ্ঞাত নয়। নিরাপত্তার কারণে জাতিসংঘ থেকেও স্পষ্ট করে কিছু বলা হয়নি।

নিখোঁজ সুফিউলের খোঁজে এখনও অশ্রু বয় স্বজনের চোখে। আকুল আবেদন মুক্তির।

সুফিউলও বেঁচে থাকতে চান। দেখতে চান তার স্বজনের মুখ। তাইতো কাঁপা গলায় তার আকুতি।  

ভিডিওতে সুফিউল জানিয়েছেন, এটা ৯ আগস্ট রেকর্ড করা হয়েছ।

news24bd.tv/তৌহিদ