সাড়ে আট লাখ ডলারে বিক্রি হলো প্রিন্সেস ডায়ানার গাড়ি

সংগৃহীত ছবি

সাড়ে আট লাখ ডলারে বিক্রি হলো প্রিন্সেস ডায়ানার গাড়ি

অনলাইন ডেস্ক

প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত একটি গাড়ি সাড়ে আট লাখ ডলারে বিক্রি হয়েছে। ২৫ বছর আগে মারা যাওয়া ব্রিটিশ রাজবধূ ১৯৮৫ সালের আগস্ট মাস থেকে প্রায় তিন বছর কালো রঙের ফোর্ড এসকর্ট আরএস টার্বো গাড়িটি ব্যবহার করেছেন।

শনিবার (২৭ আগস্ট) নিলামের মাধ্যমে গাড়িটি বিক্রি করা হয়।

যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, প্রিন্সেস ডায়ানা গাড়িটি নিজে চালাতেন।

আর যাত্রীর আসনে থাকতেন একজন দেহরক্ষী। চেলসির বুটিক শপ ও কেনসিংটনের একটি রেস্টুরেন্টের বাইরে গাড়ির সঙ্গে প্রিন্সেস অব ওয়েলসের ছবি তোলা হয়েছিল।

নিলামকারী প্রতিষ্ঠান সিলভারস্টোনের মাধ্যমে সি৪৬২এফএইচকে নম্বরে নিবন্ধিত গাড়িটি অকশনের মাধ্যমে বিক্রি হয়। গাড়িটি কিনে নিয়েছেন চেশায়ারের এক বাসিন্দা।

নিলামকারী জোনাথন হামবার্ট বলেন, ‘গাড়িটির প্রতি মানুষের ব্যাপক আগ্রহ ছিল। ১২ বছরে ধরে মানুষজন গাড়িটি নিতে বিড করেছেন। আমাদের প্রতিষ্ঠানে টেলিফোন সবচেয়ে বেশি বিড করা গাড়ি এটি। নিলামের বিডিং এক লাখ পাউন্ড থেকে শুরু হয়। খুব দ্রুত দুবাইসহ বেশ কিছু অঞ্চলের ক্রেতাদের মধ্যে একটি প্রতিযোগিতায় পরিণত হয়। ’

news24bd.tv/মামুন