খুঁড়িয়ে চলছে রংপুর সরকারি চিড়িয়াখানা 

রংপুর থেকে রেজাউল করিম মানিক

জনবল সংকটে খুঁড়িয়ে চলছে রংপুর সরকারি বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা। একমাত্র বাঘটির মৃত্যুর পর বিমুখ হয়েছে দর্শনার্থীও। আছে অব্যবস্থাপনার নানা অভিযোগও।

সরকারি কর্মকর্তা-কর্মচারী ১৬ পদের মধ্যে রয়েছে ৫ জন।

অন্য ২২টি পদের মধ্যে ১৬ টিই খালি। ফলে চিড়িয়াখানার নিত্যদিনের কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। দেখা দিয়েছে নানা অব্যবস্থাপনা।

রংপুর চিড়িয়াখানায় বর্তমানে ৩৩টি প্রজাতির ২১৬টি পশু-পাখি রয়েছে।

এসব প্রাণীর বেশিরভাগই বয়স্ক, কোনোটির আবার জোড়া নেই। প্রাণী সঙ্কটে পড়ে আছে শূন্য খাঁচা। একমাত্র বাঘিনী মারা যাওয়ায় বাঘ শূন্য হয়েছে এই বিনোদন উদ্যান।  

দর্শনার্থীরা জানান, এ চিড়িয়াখানায় প্রাণীগুলোকে দেখলে মনে হয় পুস্টিহীনতায় ভুগছে। নেই যত্ন, নেই চিকিৎসা।  
বয়স্ক প্রাণী আর জনবল সংকট নিয়ে চিড়িয়াখানা পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা।

পুরোনো প্রাণীগুলোর যথাযথ যত্ন এবং নতুন নতুন প্রাণী আনার মাধ্যমে চিড়িয়াখানাটি আবার দর্শনার্থী মুখোর হবে এমন প্রত্যাশা সবার।

news24bd.tv তৌহিদ