৫ উত্তর কোরীয় নাগরিকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

ছবি: সিএনএন

৫ উত্তর কোরীয় নাগরিকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত ৫ উত্তর কোরীয় নাগরিকের বিরুদ্ধে বুধবার নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবির একদিন পর এ নিষেধাজ্ঞা জারি করা হলো। খবর আল-জাজিরার।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা ওই ৫ জন দেশটির গণবিধ্বংসী অস্ত্র ও ব্যলিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সংশ্লিষ্ট সরঞ্জাম কেনাকাটায় জড়িত।

যুক্তরাষ্ট্রের গণবিধ্বংসী অস্ত্র ও মিসাইল কর্মসূচি ঠেকানোর উদ্যোগের অংশ এই পদক্ষেপ বলে জানিয়েছে বাইডেন প্রশাসন।

গত মঙ্গলবার তৃতীয়বারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানায় উত্তর কোরিয়া। শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুত ছোটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যলিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি সময় শত্রুর চোখ ফাঁকি দিতে পারে।

আরও পড়ুন:


দুধ দিয়ে ইউপি ভবন ধুলেন নবনির্বাচিত চেয়ারম্যানের কর্মীরা!

সাবেক স্বামীর এনআইডির ফটোকপি না পেয়ে অনশন!


এছাড়াও এক সপ্তাহের মধ্যেই দুইটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং।

নববর্ষের ভাষণে কিম জং উন পিয়ংইয়ংয়ের প্রতিরক্ষা জোরালো করার প্রতিশ্রুতি দেওয়ার পরই এই পরীক্ষা চালানো হয়।

news24bd.tv রিমু