বগলের দুর্গন্ধ দূর করার সহজ উপায়

প্রতীকী ছবি

বগলের দুর্গন্ধ দূর করার সহজ উপায়

অনলাইন ডেস্ক

বগলের দুর্গন্ধের কারণে নিজেকেই লজ্জায় পড়তে হয়। তবে এমন কিছু পদ্ধতি রয়েছে যার মাধ্যমে দুর্গন্ধ থেকে মুক্তি পেতে পারি। চলুন জেনে নেয়া যাক বিস্তারিত-

আপেল সিডার ভিনেগার

বগলের দুর্গন্ধ দূর করতে আপেল সিডার ভিনেগার বেশ কার্যকর। এই ভিনেগারে তুলা ভিজিয়ে বগলের নিচে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

বেকিং সোডা

এক টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে বগলের নিচে লাগান। ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

লেবুর রস

গোসলের আগে লেবুর টুকরো কেটে বগলের নিচে কিছুক্ষণ ঘষুন। এতে বগলের দুর্গন্ধ দূর হওয়ার পাশাপাশি কালো দাগও দূর হবে।

গোলাপজল

তুলায় গোলাপজল নিয়ে বগলের নিচে ভালো করে লাগান। ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে বগলের নিচের দুর্গন্ধ থাকবে না।

আরও পড়ুন:


ইউপি নির্বাচন: সাভারে জামানত হারাচ্ছেন ২৭ চেয়ারম্যান প্রার্থী

সোহেল রানার শারীরিক অবস্থার উন্নতি

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা

করোনায় আক্রান্ত মহেশ বাবুু 


বেবি পাউডার

বাইরে বের হওয়ার আগে বগলের নিচে বেবি পাউডার লাগিয়ে বের হন। এতে বগল ঘামাবে না, দুর্গন্ধও হবে না।

চন্দনের গুঁড়া

পানির সঙ্গে চন্দনের গুঁড়া মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এবার এই প্যাক বগলের নিচে লাগান, শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে বগলের নিচের দুর্গন্ধ সহজেই দূর হবে।

news24bd.tv/ নাজিম

এই রকম আরও টপিক