মাজার-খানকাহ শরীফে লুটপাট ও হামলার প্রতিবাদে সম্মিলিত সূফী পরিষদের মানববন্ধন

মাজার-খানকাহ শরীফে লুটপাট ও হামলার প্রতিবাদে সম্মিলিত সূফী পরিষদের মানববন্ধন

অনলাইন ডেস্ক

সারাদেশে মাজার, খানকাহ শরীফে লুটপাট, ভাঙচুর ও হামলার প্রতিবাদে রাজশাহীতে প্রতিবাদী মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ সম্মিলিত সূফী পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে।

মানবন্ধনে বক্তারা বলেন, সারাদেশে ওলী আউলিয়ার মাজার, খানকাহ শরীফে লুটপাট, ভাংচুর ও হামলা ঘটনা ঘটছে।

মাজার ভাঙার মধ্য দিয়ে ধর্মের বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে তারা ভিন্নমত দমনের চেষ্টা করা হচ্ছে।

দ্রুত এইসব সহিংসতা বন্ধ করে যার যার ধর্ম পালন করতে দিতে হবে। মাজার ও খানকাহ শরীফে হামলার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে বলেও দাবি করেন তারা।

news24bd.tv/SC