যে কৌশলে রুক্ষ চুলও সুন্দর হবে

যে কৌশলে রুক্ষ চুলও সুন্দর হবে

অনলাইন ডেস্ক

রুক্ষ চুল নিয়ে চিন্তিত অনেকেই। তবে কয়েকটি কৌশলে রুক্ষ চুলে ফিরতে পারে জেল্লা। সুন্দর হয়ে উঠবে চুল। সেক্ষেত্রে কী করণীয় দেখে নিন নিম্নে-

অনেকেই চুলে সিরাম ব্যবহার করেন।

এতে চুল চকচকে লাগে। রুক্ষ চুল পাখির বাসার মতো হয়ে যায় না। তবে সিরাম না লাগিয়ে বাজারচলতি কোনও ভাল চুলের ক্রিমও ব্যবহার করতে পারেন। এতে য কোনও কেশ বিন্যাসে চুল দেখতে বেশি ভাল লাগবে।

গোসলের পর চুল আঁচড়াতে গেলেই চুলে টান পড়ে। মুঠো মুঠো চুল উঠে আসে। এদিকে রুক্ষ চুলের সমস্যা যাঁদের, তাঁদের আবার গোসলের পর চুল খোলা রেখে দিলেই জট পাকিয়ে যায়। এক্ষেত্রেও উপায় আছে। গোসলের করতে যাওয়ার আগে চুল ভাল করে আঁচড়ে নিলে, এই সমস্যার সমাধান হতে পারে। তবে গোসলের সময় চুল নিয়ে আর বেশি ঘষাঘষি করা যাবে না।

হেয়ার মাস্ক

রুক্ষ চুলের সমস্যা মেটাতে হেয়ার মাস্ত জরুরি। বাজারচলতি মাস্ক ছাড়াও কলা, অলিভ অয়েল, দই, ডিম ব্যবহার করেও চুলের মাস্ক বানিয়ে নেওয়া যায়।

news24bd.tv/TR   

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর