ভাস্কর্য বিরোধীদের সঙ্গে কোন আপস নয়: হানিফ

ভাস্কর্য বিরোধীদের সঙ্গে কোন আপস নয়: হানিফ

নিজস্ব প্রতিবেদক

ভাস্কর্য বিরোধীদের সঙ্গে কোনো আপস হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

তিনি বলেন, মৌলবাদীদের সঙ্গে কোনোভাবেই আপস হবে না। যারা সংবিধানের ওপর আঘাত হানে তাদের দাবি মানতে আলোচনা ঠিক হবে না।

আজ সকালে স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

হানিফ বলেন, ইসলাম শান্তির ধর্ম।  আর তারা (অপব্যাখ্যাকারীরা) কথায় কথায় ধর্মের দোহাই দেন, হাদিসের দোহাই দেন, এটা মহানবী করেননি। আমরা যদি মনে করি যে, আমাদের সৃষ্টি যদি কোরআন অনুযায়ী হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর আমরা কথা বলার কে? কে অধিকার দিয়েছে? আল্লাহপাক তো ঠিক করে দিয়েছেন, যার যার ধর্ম সে সে পালন করবে। আজকে ইসলামের নামে কিছু লোক যেভাবে কথা বলছেন তাতে শান্তির কিছু নেই।

পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে ভাস্কর্য আছে অথচ সেসব দেশে কেউ বিরোধিতা করে না।


আরও পড়ুন:

সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ফাইনাল না খেলে যুক্তরাষ্ট্রের উদ্দেশে সাকিব

'যুক্তরাষ্ট্র সাইবার হামলা ঠেকাতে ব্যর্থ হলেই রাশিয়ার ঘাড়ে দোষ চাপায়'

বোমা হামলায় কাবুলের ডেপুটি গভর্নর নিহত


হানিফ আরো বলেন,  ইসলাম হচ্ছে সবচেয়ে যুগোপযোগী ও সেরা ধর্ম। ধর্ম নিরপেক্ষতা নাকি ইসলামে জায়েজ নয়। ধর্ম নিরপেক্ষতা মানে জানতে হবে। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। যার যার ধর্ম, সে তার মতো পালন করবে।

তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। একাত্তরের পাকিস্তানি ও আলবদর আল শামসদের পরাজিত করে দেশ স্বাধীন করেছি। এই রাজাকারের আস্ফালন শোনার জন্য নয়। একাত্তরে পরাজিত করেছি, প্রয়োজন হলে আবারও এদের পরাজিত করে দেশ থেকে বিতাড়ন করা হবে। স্বাধীনতার ৫০ বছর পরে এসেও আজ নতুন করে স্বাধীনতার কথা বলতে হয়, সংবিধান নিয়ে কথা বলতে হয়। জাতীয় সংগীত নিয়ে কথা ওঠে। আজ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার নাম দিয়ে বা ধর্মের দোহাই দিয়ে আজ তারাই নতুন সুরে নতুন লেবাস গায়ে দিয়ে ধর্মের অপব্যাখ্যা করে সংবিধানের ওপর আঘাত হানছে।

news24bd.tv নাজিম