বন্যায় আমন চারার ব্যাপক ক্ষতি, চড়া দামে চারা কিনে জমি রোপন

বন্যায় আমন চারার ব্যাপক ক্ষতি, চড়া দামে চারা কিনে জমি রোপন

টাঙ্গাইল প্রতিনিধি, আতিকুর রহমান

টাঙ্গাইলে আমন ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কৃষকরা জানান, এবারের দীর্ঘস্থায়ী বন্যায় ধান, পাট, সবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আমনের বীজতলা পানিতে তলিয়ে যাওয়ায় বাজারে আমনের চারার দাম বেড়েছে কয়েকগুন। তবে ক্ষতি পুষিয়ে নিতে চড়া মূল্য চারা কিনেই জমিতে রোপন করছেন তারা।

কৃষি বিভাগ বলছে, ক্ষতিগ্রস্ত  কৃষকদের বিনা মূল্যে চারা, সার, বীজসহ প্রয়োজনীয় উপকরণ দেয়া হবে।  

চলতি মৌসুমে ৮৮ হাজার ২৬০ হেক্টর জমিতে রোপা আমন ধান রোপণের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত ২৯ হাজার ৬২৪ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে।

কৃষকরা জানান, এবারের দুই দফা বন্যায় আমনের বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় চারা এবং বীজ সংকট দেখা দিয়েছে।

বাজারে চারার দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে দ্বিগুণ। তবে ক্ষতি পুষিয়ে নিতে চড়া দামে আমনের চারা কিনে রোপন করছেন তারা।

বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের বিনামুল্যে ধানের চারা, সারসহ প্রয়োজনীয় উপকরণ দেয়া হবে বলে জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আহ্সানুল বাসার।

গেল বোরো মৌসুমে ধানের ভালো দাম পেয়েছেন কৃষকরা। চলতি আমন মৌসুমেও কৃষকরা যদি ধানের ভালো দাম পায় তাহলে ক্ষতি পুষিয়ে লাভবান হবেন কৃষকরা, এমনটাই মনে করেন কৃষি কর্মকর্তারা ।  

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ