নেই পানি নিষ্কাশন ব্যবস্থা, পড়ে আছে শতাধিক একর জমি

নেই পানি নিষ্কাশন ব্যবস্থা, পড়ে আছে শতাধিক একর জমি

দিনাজপুর প্রতিনিধি, ফখরুল হাসান পলাশ

পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় দিনাজপুরের ফুলবাড়িতে শতাধিক একর জমি অনাবাদি পড়ে আছে। ৭ বছর ধরে এই অবস্থা জমিগুলোর। কৃষি জমি ছাড়াও বেশকিছু বাড়ির মানুষ জলাবদ্ধতার শিকার। এজন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে ঘুরেও কোন সমাধান হয়নি।

তবে পৌর মেয়র এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।  

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতায় অনাবাদি জমি ফেলে না রাখার নির্দেশনা থাকলেও শুধু একটি ড্রেনের অভাবে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার কানাহারে শতাধিক একর জমিতে ফসল ফলানো যাচ্ছে না। এখন এখানে আগাছা আর কচুরিপানার রাজত্ব। ৭ বছর ধরে এই সমস্যায় ভুগে স্থানীয় কৃষক এখন দিশেহারা।

 

আগে এসব জমি তিন ফসলী ছিলো। চারপাশে স্থাপনা নির্মাণের ফলে পানি নিষ্কাশন বন্ধ হয়ে কার্যত ডোবায় পরিণত হয়েছে ফসলী জমি। এই এলাকায় অন্তত ২০টি বাড়ির মানুষ একই কারনে জলাবদ্ধতার শিকার। বর্ষা আসলেই দুশ্চিন্তায় শুরু হয় তাদের।

পৌর মেয়র জানান, ড্রেনের জন্য জায়গা নির্ধারণে কিছু জটিলতা রয়েছে। সেগুলো দ্রুত সমাধান করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার আশ্বাস তার।
পৌর এলাকায় এমন জলাবদ্ধতা কাম্য নয় বলে জানান সুশীল সমাজের প্রতিনিধিরাও।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ