বন্যায় পাটের ব্যাপক ক্ষতি

বন্যায় পাটের ব্যাপক ক্ষতি

বেলাল রিজভী, মাদারীপুর

এবারের বন্যায় মাদারীপুরে পাটের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রতিবিঘা জমিতে ১৫ থেকে ২০মন পাট হওয়ার কথা থাকলেও বন্যার কারণে সেখানে হয়েছে ৮ থেকে ১০ মন। বাজারে দাম থাকলেও উৎপাদন কম হওয়ায় হাসি নেই কৃষকের মুখে। এ অবস্থায় উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা।

সংশ্লিষ্টরা বলছেন, বন্যায় প্রায় ২৪ কোটি টাকার পাটের ক্ষতি হয়েছে। তবে ক্ষতিগ্রস্থ কৃষকদের সার ও বীজ দেয়া হবে।

চলতি মৌসুমে মাদারীপুরে পাটের ফলন ভাল হলেও বন্যায় পাটের ব্যাপক ক্ষতি হয়েছে । বানের পানিতে তলিয়ে যায় বেশিরভাগ পাট ক্ষেত।


কৃষকরা জানান, প্রতিবিঘা জমিতে ১৫ থেকে ২০মন পাট হওয়ার কথা থাকলেও বন্যার কারণে ৮ থেকে ১০ মন পাট হযেছে। এক বিঘা জমিতে পাট চাষ করতে খরচ হয়েছে ১৮ থেকে ২০ হাজার টাকা। উৎপাদ খরচ বাড়লেও এ বছর আশানুরুপ ফলন না হওয়ায় লোকসানের আশঙ্কায় দিশেহারা তারা।    
পাট চাষী ও ব্যবসায়ীকৃষি কর্মকর্তারা বলছেন, বন্যায় ক্ষতি হয়েছে ২ হাজার ১৬৮ হেক্টর জমির পাট। যার বাজার মুল্য  প্রায় ২৪ কোটি টাকা। তবে ক্ষতিগ্রস্থ কৃষকদের বীজ ও সার দেয়া হবে।  
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্য মতে, মাদারীপুরে  এ বছর ৩৫হাজার ৬৫০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ