পাঁচ মাস পর খুলছে পতেঙ্গা সমুদ্র সৈকত

পাঁচ মাস পর খুলছে পতেঙ্গা সমুদ্র সৈকত

নয়ন বড়ুয়া জয়, চট্টগ্রাম

দীর্ঘ পাঁচ মাস পর ১৬ শর্তে শনিবার খুলে দেয়া হচ্ছে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত। একই সাথে খুলবে ফয়েজ লেক, সী ওয়ার্ল্ডসহ বন্দর নগরীরর সব বিনোদন কেন্দ্র। করোনার সংক্রমণ রোধে পর্যটকসহ ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

দীর্ঘ ৫ মাস বন্ধের পর ১৬ শর্তে আগামী ২২ আগস্ট থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতসহ সব বিনোদন কেন্দ্র দশনার্থীদের জন্য  খুলে দেয়ার সিদ্বান্ত নিয়েছে প্রশাসন ।

এতে খুশী বিনোদন প্রেমীরা।

জেলা প্রশাসক বলছেন, বিনোদন কেন্দ্রগুলো স্বাস্থ্যবিধির নির্দেশনা মানছে কি না তা তদারকি করতে একটি মনিটরিং টিম থাকবে। যদি কেউ না মানে তাহলে সেই  বিনোদন কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে।

সংশ্লিস্টরা বলছেন, শর্ত মেনেই সীমিত পরিসরে দশনার্থীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে ফয়েজ লেক ও সী ওয়ার্ল্ড।

তবে করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধিসহ অনান্য নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা।
করোনা পরিস্থিতির কারণে গেল ১৯ মার্চ থেকে প্রশাসনের নির্দেশে বন্ধ ঘোষণা করা হয় চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতসহ সব বিনোদন কেন্দ্র।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ