২০২৮ সালে মঙ্গল গ্রহে যেতে পারে চীন

সংগৃহীত ছবি

২০২৮ সালে মঙ্গল গ্রহে যেতে পারে চীন

অনলাইন ডেস্ক

মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে নমুনা আনার জন্য ২০২৮ সালে চীন প্রচেষ্টা শুরু করতে পারে। পূর্বে ঘোষণা দেওয়া সময়ের দুই নছর আগেই মঙ্গল মিসন শুরু করতে যাচ্ছে চীন। চীনের  একজন সিনিয়র মিশন কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করেছে সংবাদ মাধ্যম সিএনএন।  

গত সপ্তাহে পূর্ব চীনের আনহুই প্রদেশে একটি গভীর-মহাকাশ অনুসন্ধান ইভেন্টে প্রধান মিশন ডিজাইনার লিউ জিঝং বলেছেন, চীনের তিয়ানওয়েন-৩ মিশন  ২০২৮ সালের দিকে মঙ্গলগ্রহের নমুনা উদ্ধারের জন্য দুটি মহাকাশযান উৎক্ষেপণ করবে।

সেই অনুযায়ী ২০৩১ সালের মধ্যে মঙ্গলের নমুনা পৃথিবীতে ফেরত আসবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।  

উল্লেখ্য, মঙ্গল গ্রহ থেকে নমুনা ফেরত নিয়ে আসা প্রথম দেশ হতে যাচ্ছে চীন। দেশটিকে অন্যতম মহাকাশ শক্তিতে পরিণত করার জন্য এটি একটি উল্লেখযোগ্য অর্জন হবে।


চীনের তিয়ানওয়েন-৩ মিশনের প্রধান অগ্রাধিকার হবে মঙ্গল গ্রহে প্রাণের সন্ধান করা।

চীনা রাষ্ট্রীয় মিডিয়া অনুসারে, মিশনটি মঙ্গলগ্রহের পৃষ্ঠ থেকে পৃষ্ঠের নমুনা, টেকঅফ এবং আরোহণের পাশাপাশি প্রযুক্তিগত সাফল্যেরও চেষ্টা করবে। সূত্র: সিএনএন

  

news24bd.tv/এসএম

এই রকম আরও টপিক