গ্রুপ কলিং ফিচারে পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ

সংগৃহীত ছবি

গ্রুপ কলিং ফিচারে পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ

অনলাইন ডেস্ক

সামাজিক যগাযোগ মাধ্যমের অন্যতম জনপ্রিয় অ্যাপ হোয়াটস‌অ্যাপ। অফিসিয়াল থেকে শুরু করে পারিবারিক প্রয়োজনে এই মেসেজিং অ্যাপটির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। প্রতিনিয়তই ব্যবহারের সুবিধার্থে নতুন নতুন ফিচার আনার চেষ্টা করে যাচ্ছে মেটার মালিকানাধীন এই মেসেজিং অ্যাপটি। এবার গ্রুপ কলিং ফিচারে বিপ্লব আনছে হোয়াটসঅ্যাপ।


এতদিন হোয়াটসঅ্যাপে গ্রুপ কলিংয়ের ক্ষেত্রে ফোন এলে সব সদস্যের কাছে রিং হতো। কিন্তু লিঙ্ক থেকেই যুক্ত হওয়া যাবে গ্রুপ কলিংয়ে।

কেউ গ্রুপ কলিংয়ের জন্য একটি লিংক তৈরি করলে সেটায় ক্লিক করেই বাকি সদস্যরা গ্রুপ কলিংয়ে যুক্ত হতে পারবেন। ফলে যেকোনো সময় চাইলেই সদস্যরা জয়েন করতে পারবেন।

 

এছাড়া, ভিডিও কলিংকে আরও আকর্ষণীয় করার লক্ষ্যেও কাজ করছে হোয়াটসঅ্যাপ। নিয়ে আসছে এআই ফিল্টার। যার সাহায্যে ফিল্টার ব্যবহার করে কথা বলতে পারবেন ব্যবহারকারীরা।  

কেবল নিজের মুখই নয়, ব্যাকগ্রাউন্ডও এডিট করা যাবে। ব্যাকগ্রাউন্ড এডিটিং টুলের মাধ্যমে ইউজাররা তাদের ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ করতে পারবেন। শুধু তাই নয়, ব্যাকগ্রাউন্ড ব্লার করার অপশনও রয়েছে এতে।  

news24bd.tv/এসএম

এই রকম আরও টপিক