গ্রেফতারি পরোয়ানা সত্ত্বেও মঙ্গোলিয়ায় পুতিন

মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনাগিন খুরেলসুখ রাজধানীতে এক অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্টকে স্বাগত জানান। (সংগৃহীত ছবি)

গ্রেফতারি পরোয়ানা সত্ত্বেও মঙ্গোলিয়ায় পুতিন

অনলাইন ডেস্ক

মঙ্গোলিয়ায় গিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বছর আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর আইসিসি সদস্যের কাছে তার প্রথম সফর ছিল এটি।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এশিয়ান দেশটির রাজধানী উলানবাটারে একটি জমকালো অনুষ্ঠানে মঙ্গোলিয়ার নেতা তাকে স্বাগত জানান।  

ইউক্রেনের শিশুদের অবৈধভাবে বিতাড়নের অভিযোগে রুশ নেতাকে আদালতে চাওয়া হয়েছে।

এদিকে ক্রেমলিনের একজন মুখপাত্র বলেছেন, সফরের সময় পুতিনকে গ্রেপ্তার করা হবে তা নিয়ে উদ্বিগ্ন নয় ক্রেমলিন।  

রাশিয়ান নেতাকে স্বাগত জানাতে একটি লাইভ ব্যান্ডের মাধ্যমে জাতীয় সংগীত বাজানো হয়েছিল। এসময় ঘোড়ার পিঠে সৈন্যরা রাজধানীর চেঙ্গিস খান স্কয়ারে সারিবদ্ধ অবস্থায় ছিল। জমকালো অনুষ্ঠানে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনাগিন খুরেলসুখের সাথে দেখা করেন পুতিন।

 

সোমবার বিকালে বিক্ষোভকারীদের একটি ছোট দল ওই এলাকায় জড়ো হয়। এসময় তারা "যুদ্ধাপরাধী পুতিনকে এখান থেকে বের করে দাও" লেখা প্লাকার্ড ধরে ছিল।  
এছাড়া রুশ প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য নিরাপত্তা বাহিনী অন্য বিক্ষোভকারীদের পুতিনের কাছে যেতে বাধা দেয়।

এদিকে তার সফরের আগে, ইউক্রেন পুতিনকে গ্রেপ্তার করার জন্য মঙ্গোলিয়াকে অনুরোধ করেছিল।  

গত বছর আইসিসি অভিযোগ করেছে যে রাশিয়ান প্রেসিডেন্ট যুদ্ধাপরাধের এবং ইউক্রেন থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় নির্বাসনের জন্য দায়ী। আদালতের অভিযোগ ২৪ ফেব্রুয়ারী ২০২২ থেকে ইউক্রেনে রাশিয়া তার পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করলে এই অপরাধ সংঘটিত হয়েছিল।  

মস্কো এর আগে অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে যে এই অভিযোগগুলি "আপত্তিকর"। সূত্র: বিবিসি

news24bd.tv/এসএম