ইরানে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর

সংগৃহীত ছবি

ইরানে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর

অনলাইন ডেস্ক

দুই বছর আগে এক আইনজীবীকে হত্যার দায়ে অভিযুক্ত এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, সেমনান প্রদেশের শাহরুদ শহরে সোমবার (২৬ আগস্ট) এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। খবর এএফপির।

বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট জানিয়েছে, একজন আইনজীবীর হত্যাকারীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

উত্তর সেমনান প্রদেশের শাহরৌদ শহরে স্থানীয় সময় সোমবার সকালে এ সাজা দেওয়া হয়।

সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির বয়স ২০ বছর। তিনি স্বীকার করেছিলেন, ওই আইনজীবীকে হত্যার জন্য একটি গ্যাং তাকে ভাড়া করেছিল। তবে এ বিষয়ে আর কোনো বিশদ বিবরণ দেওয়া হয়নি।

এদিন মৃত্যুদণ্ড ইসলামিক শরিয়া আইনের ‘প্রতিশোধ’ অনুযায়ী কার্যকর করা হয়। ইরানে প্রকাশ্য মৃত্যুদণ্ড তুলনামূলকভাবে বিরল। দেশটিতে প্রায় সব মৃত্যুদণ্ড কারাগারের ভেতরেই কার্যকর করা হয়, সাধারণত ফাঁসির মাধ্যমে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ অধিকার গোষ্ঠীগুলোর মতে, চীন ছাড়া অন্য যেকোনো দেশের তুলনায় ইরান প্রতিবছর বেশি মানুষকে মৃত্যুদণ্ড দেয়।

এর আগে বুধবার মধ্য ইরানে একজন পুরুষ গণত্কারকে ফাঁসি দেওয়া হয়। গ্রাহকদের ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে তাকে এ সাজা দেওয়া হয়।

news24bd.tv/DHL