২১ স্থানে পাহাড় ধসে রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বন্ধ

সংগৃহীত ছবি

২১ স্থানে পাহাড় ধসে রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বন্ধ

অনলাইন ডেস্ক

উজান থেকে নেমে পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণের কারণে বৃহস্পতিবার (২২ আগস্ট) রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কের কুতুকছড়ি এলাকা পানিতে ডুবে গেছে। এতে বিছিন্ন হয়ে গেছে জেলা দুটির সড়ক যোগাযোগ। বর্তমানে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, রাঙামাটি-বান্দরবান, রাঙামাটি-খাগড়াছড়ি এবং রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের ওপর পাহাড় ধসে পড়েছে।

 

রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, রাঙামাটি-বান্দরবান, রাঙামাটি-খাগড়াছড়ি এবং রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের ২১টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কেঙ্গেলছড়ি এলাকা প্লাবিত হওয়ায় জেলা দুটির মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।  

রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, রাঙামাটির ২১টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। জেলার কাউখালী উপজেলার ঘাগড়া এলাকায় পাহাড় ধসে যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।

পরে সড়ক বিভাগ এবং ফায়ার সার্ভিস টিম মিলে মাটি সরানোর পর রাঙামাটি-চট্টগ্রাম সড়ক চালু হয়।

news24bd.tv/কেআই