তদন্ত নয় আলোচনা করতে এসেছেন জাতিসংঘ প্রতিনিধিরা

সংগৃহীত ছবি

তদন্ত নয় আলোচনা করতে এসেছেন জাতিসংঘ প্রতিনিধিরা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের এই ঐতিহাসিক সময় পাশে থাকতে চায় জাতিসংঘ, সহযোগিতা করতে চায় অন্তর্বর্তীকালীন সরকারকে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে সাক্ষাৎ শেষে জাতিসংঘের প্রতিনিধি দলের প্রধান রোরি মুঙ্গোভেন বলেন, তারা আলোচনা করবে, তদন্ত নয়। একই সঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কিভাবে কাজ করবে, সেটাও আলোচনা করা হবে বলে জানায় প্রতিনিধি দলটি।

ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে শেখ হাসিনা সরকারের নৃশংসতা বিশেষ করে নির্বিচারে গুলি, হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নিয়ে আলোচনার জন্য প্রাথমিক এই কারিগরি দলটি বাংলাদেশে এসেছে।

প্রায় এক সপ্তাহের সফরে তারা বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সাথেও আলোচনা করবে বলে জানা গেছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক